Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

Thursday, December 4, 2014

সর্বনাশ এটাই যে তুমি ট্রেড করা থেকে বিরত থাকতে পারোনা...কারন তুমি লোভী!!!

সর্বনাশ এটাই যে তুমি ট্রেড করা থেকে বিরত থাকতে পারোনা... তোমার চিন্তা 
তুমি ডেইলি-ই ট্রেড করবে আর প্রফিট করবে। আর যদি কপাল ভালো থাকে আর 
টানা কয়েকটা ট্রেড যদি তোমার অনুকূলে যায়, তাহলেতো আর কথাই নাই, 
তোমার ইমসনই তোমাকে পাগলা ঘোড়ার মত ট্রেড করাবে আর লস করাবে। 

তাই ফরেক্সের মূলমন্ত্র হল যত কম ট্রেড করতে পারো, যত লোভকে সামলাতে 
পারো, যত কম চার্টের সামনে থাকতে পারো, ততই তুমি ফরেক্সে টিকে থাকতে 
পারবে প্রফিটও করতে পারবে। 

এমন অনেক ফরেক্স গুরু আছে যারা তাদের মূল্যবান সময় নষ্ট করে কিছু ভদ্রবেশী লোভীদের ফরেক্স শিখায়। তারা প্রথমে ট্রেড করে প্রফিট করে মনে করে তারা মনে হয় এই যাত্রায় কোটিপতি হয়েই গেলো। কে আর তাদের ঠেকায়। 

কিন্তু কিছুদিন পরই শুরু হয় সেই আগের ভুল, যা ফরেক্স শেখার আগেই করত। যখন ফরেক্সে একদম মূর্খ ছিল। কারন ওই একটাই বেশি বেশি ট্রেডের চিন্তা, আর রাতারাতি প্রফিট করে কোটিপতির চিন্তা। একদিন ট্রেড না করলে যেন তার ঘুমই আসেনা।  আর এই জন্যই সে শুরু করে দেয় বিভিন্ন ব্লগ, বিভিন্ন ফরেক্স এনালাইসিস, বিভিন্ন নতুন নতুন স্ট্রাটেজি খোঁজা। আর সব মিলে তার মাথা হয়ে যায় গোলমেলে আর তার হতে হয় লসের সম্মুখীন। পরে ফরেক্সেই গালি দেয় যে এই ফরেক্সই ভুয়া... বা পারলে তার ফরেক্স গুরুকেই গালি দেয় যে সে নিজেই ভুয়া... 

এমন অনেক দেখেছি, শুনেছি। কিন্তু সে যে তার রুলস-ই মানেনাই, তার যে লোভ বেশি সে কথা সে একবারও ভাবেনা কারন, এরা লোভী আর সর্বনাশ এটাই যে তিনি ট্রেড করা থেকে বিরত থাকতে পারেনা।  

মনে অকস্মাৎ এই কথাগুলো মনে টনক নড়াল, আপনাদের জানানোর প্রয়োজন মনে হল। তাই যা পেড়েছি অল্প হলেও লিখেছি। আপনাদের এক বিন্দু উপকার হলেই আমি ধন্য। 

ধন্যবাদ সবাইকে।  

Socializer Widget By TaNa FoReX DiArY Blog
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment